বিস্তারিত

প্রকিউরমেন্টের জন্য বিডিটেন্ডারে আপনার নিজস্ব টেন্ডার বা অকশন নোটিশ পোষ্ট করা যায়। অনেক কম খরচে সহজে টেন্ডার বা অকশন নোটিশ পোষ্ট করে ভাল দামে ভাল জিনিস কেনা যায়। কারন গত ২২ বছরে বিডিটেন্ডারে প্রায় ২০ হাজার টেন্ডারার এবং বিডার নিবন্ধন করেছে। আপনার টেন্ডার বা অকশন পোস্টটি এই সকল সম্ভাব্য টেন্ডারার বা বিডারদের কাছে পৌঁছে যাবে।

এটি প্রকিউরমেন্ট কাজ সহজ করার জন্য কার্যকরী উপায়, তাছাড়া সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা বেশ সময় এবং ব্যয়বহুল। আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও এবং বেসরকারী বিভিন্ন সংস্থা, যেমনঃ ICDDR'B, Save the Children, Pan Pacific Sonargaon, Indian High Commission ইত্যাদি তাদের টেন্ডার বা অকশন নোটিশ সমূহ এই সাইটে প্রকাশ করে থাকে।

টেন্ডার বা অকশন নোটিশ পোস্ট বা প্রকাশের উদ্দেশ্যঃ

১. ভাল সরবরাহকারী নির্বাচন করা এবং প্রতিযোগীতা মূলক মূল্যে গুডস/ওয়ার্কস/সার্ভিস ক্রয় করা অর্থাৎ ভাল দামে ভাল জিনিস কেনা।
২. নোটিশের ব্যাপক প্রচার।
৩. সংবাদপত্রে চেয়ে খরচ কম।
৪. দ্রুত প্রচার করা।
৫.⁠ ⁠RFQ, private tender এবং লিমিটেড টেন্ডার নোটিশ গুলোও পোস্ট করা।

টেন্ডার বা অকশন নোটিশ প্রকাশের নিয়মাবলীঃ

১। আপনার কোম্পানী প্যাডে টেন্ডার বা অকশন নোটিশটি নমুনা অনুযায়ী লিখে সিল স্বাক্ষর দিয়ে লিংকে গিয়ে আপলোড করতে হবে।
২। বিডিটেন্ডার নোটিশটি প্রকাশের পরে আপনার ইমেইলে জানিয়ে দেবে এবং আপনার ড্যাশবোর্ডে দেখা যাবে।
৩। নোটিশটির মেয়াদ থাকা পর্যন্ত বিডিটেন্ডার পোর্টালে প্রকাশিত থাকবে।
৪। সংশোধিত নোটিশ পাঠালে তাও মূল এবং সংশোধিত নোটিশ গুলোর মধ্যে লিংক করে দেওয়া হবে।

সেবা ফিঃ

A4 সাইজের ১টি নোটিশ প্রকাশের জন্য ফি ১০০০ টাকা (১৫% ভ্যাট সহ ১১৫০)।

নমুনা




গুরুত্বপূর্ণ প্রকাশকসমূহ